ঢাকাবৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সর্বমোট করোনা শনাক্ত ১৯ হাজার ছাড়াল

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ১৯, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ । ৭৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, নোয়াখালী —

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ১১০ জনে। শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। তবে জেলার মোট মৃত্যুর সংখ্যা ২১৫ জন।

বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪৩০ টি নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১১ জন, সুবর্ণচরে ১ জন, বেগমগঞ্জে ২১ জন, চাটখিলে ৭ জন, সোনাইমুড়ীতে ১৯ জন এবং সেনবাগে ১৩ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ১১০ জন। যার মধ্যে সদরে ৬ হাজার ৩৬৬ জন এবং বিভিন্ন উপজেলার ১২ হাজার ৭৪৪ জন রয়েছেন।

তিনি আরও জানান, কয়েক দিন ধরে জেলায় সংক্রমণের হার কমতির দিকে। একই সঙ্গে মারা যাওয়ার ঘটনাও কম ঘটছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২১৫ জনের। যার মধ্যে সদরের ৩৮ জন আর বিভিন্ন উপজেলার ১৭৭ জন রয়েছেন।