মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-
নোয়াখালীতে ১০৩ বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ ১আসামী গ্রেফতার হয়েছে।
১২/০৮/২১ খ্রিঃ মাননীয় পুলিশ সুপার মহোদয় এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ সুধারাম মডেল থানার নেতৃত্বে এসআই(নিঃ)ইকবাল হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ আবুল কাশেম,পিতা_ মৃত সিরাজুল হক,সাং_ চরজব্বর,থানা_ চরজব্বর,জেলা_ নোয়াখালীকে মাইজদি উকিলপাড়া ভাড়া বাসা হতে ১০৩(একশত তিন) বোতল ফেনসিডিল এবং নগদ ৮০০০/_টাকা সহ গ্রেফতার করেছে।
উক্ত আসামীর বিষয়ে সুধারাম থানার মামলা নং ২১(৮)২১। উক্ত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর সারণী ক্রমিক ১৪(গ) অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।