ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী চাটখিল পৃথক অভিযানে ১৮ ক্যান বিদেশী বিয়ার এবং ৮০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ১৮, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ । ৫০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, নোয়াখালী :–

অদ্য ১৮/০৮/২০২১ খ্রিঃ পুলিশ সুপার নোয়াখালী এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ চাটখিল থানার নেতৃত্বে এসআই/মোঃ আলমগীর, এএসআই/মোঃ অলি উল্লাসহ সঙ্গীয় ফোর্সগন চাটখিল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চাটখিল থানাধীন পশ্চিম নোয়াখালী সাকিনস্থ মনির হোসেন মনু এর চৌচালা টিনের ঘর হইতে ১৮ ক্যান বিদেশী বিয়ার এবং ৫০(পঞ্চাশ)পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা ০১।মোঃ ইব্রাহীম(৩৪),পিতা- আঃ মালেক,মাতা- আছিয়া বেগম সাং-চর মহিউদ্দিন(আঃ মালেকের বাড়ী,পোঃ হাবিব উল্যাহ মিয়ার হাট),থানা- সুবর্ণচর, জেলা -নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে এসআই/মোঃ আব্দুল বাতেন এবং তাহার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাটখিল থানাধীন নিজ ভাওর সাকিনস্থ মনির হোসেন কচি’র বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০(ত্রিশ)পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ হানিফ প্রঃ রিয়াদ(২২),পিতা- মোঃ আবুল কাশেম,মাতা-রোকেয়া বেগম, সাং-জয়াগ(জয়নাল আবেদীনের বাড়ী), থানা-সোনাইমূড়ী,জেলা- নোয়াখালীকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।