মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার পৃথক বিশেষ অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ ০২ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
অদ্য ১৪/০৮/২১ খ্রিঃ পুলিশ সুপার নোয়াখালী নোয়াখালী জেলার অধীনে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে ইন্সপেক্টর সবজেল হোসেন,জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃতরা ০১।মোঃআজাদ হোসেন(৩০),পিতা-মৃত আক্তার হোসেন, সোনাপুর মিলন কন্টাক্টর এর বাড়ি,৮নং ওয়ার্ড় নোয়াখালী পৌরসভা,থানা- সুধারাম ০২।মোঃ সবুজ,(২৮),পিতা- মন্টুমিয়া,(লাল মিয়ার বাড়ি)৮নং ওয়ার্ড নোয়াখালী পৌরসভা, সুধারাম থানার বাসিন্দা।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিম্নোক্ত ধারায় মামলা করা হয় যার মামলা নং ২৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)সারণি ১০(ক)৪১ রুজু করিয়া মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।