ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী সূবর্ণচরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ১১, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ । ৭০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ),
নোয়াখালী জেলা প্রতিনিধি :-

নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বীজ সংরক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১১ আগস্ট) উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে উপজেলার সকল ইউনিয়নের কৃষকদের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ছে।

এ সময় ৮টি ইউনিয়নের ২৮ জন পরিবারের মাঝে বীজ সংরক্ষণ ও উপকরণ সমূহ বিতরণ করা হয়েছে।

বিতরণের আগে উপজেলার সিআইজি সমিতির মাঝে ৭০% ভর্তূকিতে ৫ লাখ ৫০ হাজার টাকা মুল্যের একটি পাওয়ার ট্রিলার, একটি ট্রলি ট্রাক্টর ও একটি শ্যালো পাম্প, পাইপ এবং ছয়টি ন্যাপস্যাক স্প্রেয়ার বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মো. মায়দুল হাসান রাজ, মো. কামাল হোসেনসহ সুবিধাভোগী কৃষকবৃন্দ।