মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া প্রতিনিধি :-
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় দুর্গাপূজা মণ্ডপ ও মন্দিরে হামলা ,ভাংচুরের ঘটনায় ৯ মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম।
হাতিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ও ১৪ই অক্টোবর সনাতন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার অষ্টমী ও নবমী দিন দিবাগত রাতে সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে হাতিয়া উপজেলার দশটি মন্দির ও পূজামণ্ডপে হামলাও ভাঙচুর চালায়
এ সময় সন্ত্রাসীরা মন্দির/পূজামণ্ডপের আশপাশের বাড়িঘরে লুট ও ভাঙচুর করেছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়। এসকল ঘটনায় সংশ্লিষ্ট মন্দির/পূজা মন্ডপের সভাপতি / সম্পাদক বাদী হয়ে হাতিয়া থানায় পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করলে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেন।
বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ,হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম।
এদিকে ঐসব মামলার নাম প্রকাশে অনিচ্ছুক আসামীরা নিজেদের নির্দোষ দাবী করে বলেন, পূজা মন্ডবের হিন্দুরা মামলা করেনি, মামলা করানো হয়েছে, শুধু রাজনৈতিক স্বার্থ হাছিল করতেই এমন মামলা করানো হয়েছে।