ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী হাতিয়া ছিনতাই এর কবলে গ্রামীন ফোন কর্মকর্তা, ৩ ছিনতাইকারী আটক

Rahim
নভেম্বর ২৮, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ । ৬১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ-

নোয়াখালী হাতিয়া ছিনতাইকারীদের কবলে পড়েন গ্রামীন ফোন কর্মকর্তা। এইসময় ছিনতাইকারীরা তার কাছ থেকেনগদ অর্থ ও সাথে থাকা মোবাইল সেট ছিনিয়ে নেয়। শনিবার রাতেউপছেলা বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুল‍্যাখালী গ্রামে চরচেঙ্গা চৌমুহনী সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

রাতে হাতিয়া থানা পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তান জনকে আটক করে।আটকৃত তিন জন উপজেলা জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোহরাব হোসেনের ছেলে মোঃ সালমান ( ২০), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মোঃ ইদ্রিসের ছেলে মোঃ রাব্বি (২৪), ওসোনাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফয়েজ উল্লাহর ছেলে, ফাহিম উদ্দিন (১৯),
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাত দশটার দিকে চরচেঙ্গা বাজার থেকে মোটর সাইকেল যোগে চৌমুহনী ফিরছিলেন, মামুনুর রশীদ নামে এই কর্মকর্তা।

অভিযুক্ত তিনজন সড়কের উপর তাকে গতিরোধ করে নগদ অর্থসহ সকল মালামাললুট করে নিয়ে যায়। পরে মামুন চৌমুহনী বাজারে এসে স্থানীয় লোকজনকে ঘটনাটি বলে। এরপর এলাকাবাসী সন্দেহজনক ভাবে তল্লাশি করে ঘটনাস্থলের পাশ থেকে তিনজনকে লুট করা মালামালসহ আটক করে
হাতিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটককরে থানায় নায়ে যায়।

ছিনতাইয়ের কবলে পড়া মামুন অর রশীদ গ্রামীন ফোন ব্রান্ড প্রমেটর হিসাবে হাতিয়া উপজেলায় দায়িত্ব পালন করে আসছে।
মামুন হাতিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের মোঃ মাঈনুদ্দিনের ছেলে।

হাতিয়া থানা তদন্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস
জানান, ২৮/১১/২০২১ ইং রোজ রবিবার এই বিষয়ে একটি মামলা হয়েছে, এবং ছিনতাইকারীদের আদালতে প্রেরন করা হয়েছে।