ঢাকাশুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী হাতিয়া থেকে জয় নিয়ে ফিরলেন সিলেটের ব্যারিস্টার সুমনের ফুটবল দল

Rahim
ডিসেম্বর ৩, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ । ৪০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে চাচা-ভাতিজা স্পোর্টিং ক্লাবের সাথে ৪-১ গোলে বিজয়ী হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, যদি মন থেকে আওয়াজ তোলা যায় তাহলে স্বয়ং বিধাতা পর্যন্ত ওই আওয়াজ পৌছে যায়। তাই আপনাদের নদী ভাঙনের কথা যদি তুলে ধরেন তাহলে বঙ্গভবন পর্যন্ত পৌছে যাবে। হাতিয়া একটি দেখার মতো জায়গা।

তরুণ ও যুবকদের উদ্দেশ্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আপনারা সবাই পড়ালেখায় মনোযোগী হবেন। আমি শুনেছি হাতিয়ায় শিক্ষিত মানুষের সংখ্যা অনেক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবেন। একদিন অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আমি সাইকেল চালিয়ে স্কুলে যেতাম। সেখান থেকে আজ এই পর্যন্ত এসেছি। দলমত নির্বিশেষে সবাই মিলে ফুটবলকে আরও সামনে এগিয়ে নিতে হবে।

প্রীতি ফুটবল ম্যাচে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্ল্যাহ, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহি উদ্দিন মহিন, যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।