ঢাকামঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী হাতিয়া মেঘনা নদী থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ২৪, ২০২১ ১১:১০ অপরাহ্ণ । ৩৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া :–

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ভিন্ন ভিন্ন অভিযানে এসব জাল জব্দ করা হয়।

হাতিয়া নৌ-পুলিশ জানায়, নদীতে কিছু জেলে নৌকা কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে। এই সংবাদ পেয়ে অভিযানে যায় নৌ- পুলিশের একটি টীম। এ সময় হাতিয়ার বৌ-বাজার ও বাংলাবাজার এলাকার মেঘনা নদী থেকে তিনটি জেলে নৌকা তল্লাশি করে ৭০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ কারেন্ট জাল ব্যবহার করা জেলেদের তীরে এনে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা কারেন্ট জাল গুলো নলচিরা ঘাটে এনে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের সদস্য, ঘাটের ইজারাদার প্রতিনিধি ও জেলেদের কয়েকজন।

হাতিয়া নৌ-পুলিশের ইনচার্জ ইয়ার আলী বলেন, আমাদের একটি টিম নদীতে সকাল বিকাল দুই সময়ে দায়িত্ব পালন করে আসছে। কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।