মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া উপজেলা প্রতিনিধি :-
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ২৬৭ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮.৪৫ মিনিটে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আজিজিয়া বাজার সংলগ্ন জোড়খালী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের একটি টিম। এসময় ঐ গ্রামের পন্ডিত মার্কেটের পুকুর পাড় থেকে ২৬৭ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব (৩০) কে আটক
করে কোস্ট গার্ড।
স্থানীয় সূত্রে জানা,মোঃ রাজিব (৩০) সাগরিয়া বাজারের জোড়খালী গ্রামের মোঃ ইয়াসিন এর ছেলে।সে দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে।
হাতিয়া দক্ষিণ জোন বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান (এক্স) বিএন জানান,ইয়াবা ও মাদক ব্যবসায়ী মোঃ রাজিব (৩০) এর নামে হাতিয়া থানায় এর পূর্বে আরও তিনটি মামলা রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ২৬৭ পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। এবং তাকে ইয়াবাসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়।