কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি |
আগামী ১৬ মার্চ পটুয়াখালীর কলাপাড়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরন করেছে কেন্দ্রিয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। গতকাল সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের কথা বলেন এবং লিফলেট বিতরন। এর আগে কেন্দ্রিয় যুবলীগের এই নেতা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরনের বাড়ির সামনে এক উঠান বৈঠকে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। তাই নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এ সময় ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ শত শত ভোটার-সমর্থক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।