মোঃ রিয়াজুর রহমান,
পটুয়াখালী প্রতিনিধি ঃ-
পটুয়াখালী সদর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে আঃজব্বার চৌকিদার (৫০) নামে একজন যাবজ্জীবন আসামী কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সদর উপজেলার পক্ষিয়া বাজারের উত্তর পার্শ্ব থেকে আঃ জব্বার চৌকিদার (৫০)কে গ্রেফতার করে।(জি আর মামলা নং ৫৮৪/৯৮)গ্রেফতার কৃত আসামী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর গ্রামের মৃত ইউসুফ চৌকীদার ওরফে লতিফ চৌকিদার এর পুএ।
গ্রেফতার কৃত আসামী কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালত ২৭/২/০৭ সনে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং ৫০০০ টাকা অর্থ দণ্ড প্রদান করে।