ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়নে ইভিএমের ভোট ফলাফল নিয়ে জনমনে ক্ষোভ

জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রতিনিধি
জুন ১৬, ২০২২ ৭:০১ অপরাহ্ণ । ১৬০৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লতাচাপলী ইউনিয়নে ইভিএমের মূল কপি প্রকাশ না করে ভোট কারচুপির অভিযোগ।
সদ্য সমাপ্ত দশম ধাপের ইউপি নির্বাচনের পটুয়াখালী জেলার মহিপুর থানার ৭ নং লতাচাপলী ইউনিয়নের ভোটের ফলাফল নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় ভোটার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোসলেম মুসল্লী মুছা ইভিএম কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। সাথে সাথে সম্পূর্ণ অনিয়মতান্ত্রীকভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে জেতাতে এমন ফলাফল দেখানো হয়েছে বলেও দাবি অনেকের।

স্থানীয় সূত্রে জানা যায় – ১৫ জুন বুধবার পটুয়াখালী মহিপুর থানার ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে প্রত্যেক বুথের ইভিএম মেশিন থেকে বের হওয়া রেজাল্ট শীট দেওয়া হয়নি বরং প্রিন্টেড রেজাল্ট শীটের পরিবর্তে প্রিজাইডিং অফিসাররা হাতে লিখে একটি শীট দিয়ে দ্রুত সরে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ভোটাররা।

এর মধ্যে হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী জনাব মোসলেম মুসুল্লি (মুছা) অভিযোগ করে বলেন যে, সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট চললেও শেষ বিকেলে আমাদেরকে হতাশ করেছে নির্বাচন কমিশন। ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা ক্ষেত্রে ইভিএম মেশিনের প্রিন্টকপি না দেখিয়ে হাতে লিখে পক্ষপাতমূলক ফলাফল তৈরি করে এবং সে ফলাফল এজেন্টদের হাতে ধরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে যায় প্রিজাইডিং অফিসার।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন – আমার এজেন্টরা ইভিএম মেশিনের প্রিন্টকপি দেখার জন্য অনুরোধ জানালে তাদের সাথে দুর্ব্যবহার করেন দায়িত্বরত অফিসাররা। এবং কোনো কোনো কেন্দ্রে এজেন্টদের সাক্ষর না নিয়েই চলে যায় প্রিজাইডিং অফিসার।

তিনি দাবি জানিয়ে বলেন – ইভিএম মেশিনের প্রত্যেক বুথের স্বচ্ছ প্রিন্ট কপি প্রকাশ করে ৭ নং লতাচাপলী ইউনিয়নে সর্বসাধারণের মাঝে ভোট সংখ্যা নিয়ে সৃষ্ট ধুম্রজাল নিরসন করুন।

উক্ত নির্বাচনে লতাচাপলীতে নৌকা মার্কার প্রার্থী আনছার উদ্দিন মোল্লা ১৩৩৪ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলমকে ও হাতপাখা মার্কার প্রার্থী মোসলেম মুসুল্লি (মুছা) কে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

error: Content is protected !!