মোঃ রিয়াজুর রহমান,
পটুয়াখালী প্রতিনিধি :-
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার বেলা ১২ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউপির তেগাছিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রায় ২ ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নারী পুরুষসহ সহা¯্রাধিক মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা রাকিবুল হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানিয়ে প্রসাশনের দৃষ্টিসহ প্রধানমন্ত্রীর আশুহস্তক্ষেপ কামনা করেন।
গত ২৮ জুলাই রাত নয়টায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল (২২) কে কুপিয়ে ডান হাতের কব্জি কর্তন করে বেশ কয়েকজন দুর্বত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধারে কলাপাড়া হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে ঢাকায় প্রেরন করে। পরে ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ০৭ আগষ্ট ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।