পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পর্যটন নগরী কুয়াকাটায় আনন্দ র্যালী, মিষ্টি বিতরন ও বিচ ক্লিনিং করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ট্যুরিষ্ট পুলিশ এ উদ্যোগ গ্রহন করে। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সৈকতের জিরো পয়েন্টে শেষ হয়। পরে তারা সৈকত পরিস্কার পরিচ্ছন্ন করেন। এসময় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাবেক সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন আনুসহ পর্যটন ব্যবসায়ি, আগত পর্যটক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।