ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি |
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ । ৩২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ প্রতিনিধি |

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের “পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়” মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ স্বাগত বক্তব্য রাখেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হয়।