ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম
মার্চ ৭, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ । ৪৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনে আয়োজনে দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর পুষ্পার্ঘ অর্পণ করে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর রাজনৈতিক দলের নেতা কর্মীরাসহ বিভিন্ন সংগঠন। উপজেলা চত্বরে ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার,উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান,ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি ‌‌উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারসহ আর অনেক।
এসময় বক্তারা  বর্তমান প্রজন্মের কাছে ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।