ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে নারী দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এলআরপি ৫২, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) কর্মসূচি বাস্তবায়ন করে।
বড়ভিটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিনের সভাপতিত্বে গোল্ডেন ফিচার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আবৃত্তি শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন বড়ভিটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাকিমা বেগম বানু, সিনিয়র সহকারী শিক্ষক শামসুল হক, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামিনী কান্ত রায় প্রমূখ।
এর আগে আইন নয় সামাজিক সচেনতাই পারে বাল্যবিবাহ রুখতে এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক ও বিজিত দলের বিতার্কিকদের পুরস্কার প্রদান করা হয়। এর পাশাপাশি অনুষ্ঠানে খেলাধুলার ক্ষেত্রে মেয়ে শিশুদের প্রতি বৈষম্য দূর করতে একশন এইড বাংলাদেশ এর অর্থায়নে ও উদয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে আটটি শিশু বিকাশ কেন্দ্রের মেয়ে শিশুদের জন্য ফুটবল বিতরণ করা হয়।
এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উদয়াঙ্কুর সেবা সংস্থার ব্যবস্থাপনায় এদিন তথ্য প্রযুক্তি ক্যাম্পেইন স্টল, নারী সহায়তা কেন্দ্র স্টল ও বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবিষ্কার স্টল খোলা হয়।
সবশেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদানের জন্য উদয়াঙ্কুর সেবা সংস্থার পক্ষ থেকে পুরস্কার হিসেবে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাঝে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির গাছ প্রদান করা হয়েছে।