মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরকু, ড়িগ্রাম |
“টেকশই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ মার্চ) সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে “যুব মানব সেবা সংগঠন” এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
ফুলবাড়ী ডিগ্রী কলেজ মোড় হতে একটি রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে, সংগঠনটির কার্যালয়ে এসে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগীতা ও বৃক্ষ রোপন করা হয়েছে।
শারমিন আক্তার এর সভাপত্বিতে বিতর্ক প্রতিযোগিতায় তিন জন করে দুটি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয় ছিলো বাল্য বিবাহকে না বলি। পক্ষে, বিপক্ষ বাল্য বিয়ের উপর প্রতিযোগী করে, বিপক্ষ দলকে জয় লাভ করে শ্রেষ্ঠ বক্তৃতা নির্বাচন হয়েছে সায়েম আল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,”যুব মানব সেবা সংগঠনের” উপদেষ্টা মোছাঃ আম্বিয়া বেগম, যুব মানব সেবা সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান নয়ন,মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি সংস্থার সি,এন,বি প্রজেক্টর ফিল্ম ফেসিলিটেটর আপরোজা আক্তার হ্যাপী, এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র, ছাত্রছাত্রীগন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে যুব মানব সেবা সংগঠন এর পক্ষ থেকে পরিবেশ বান্ধব বন্ধু শতাধিক গাছের চাড়া বিতরণ করা হয়েছে।