মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) |
রবিবার ২৬ ফেব্রুয়ারি/২৩ ইং কুড়িগ্রামের ফুলবাড়ীতে কর্মসূচি পরিদর্শন করেছেন একশনএইড বাংলাদেশ এর প্রতিনিধি দল। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর বাস্তবায়নে ফুলবাড়ী উপজেলায় ওমেন ইনিশিয়াটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়িত হতে হচ্ছে। এরই সুবাদে প্রতিনিধি দলটি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ঠাকুরপাঠ, ও ঝাকলাটারী এবং বড়ভিটা ইউনিয়নের হাইল্লাপাড়া, পূর্ব ধনিরাম ও নওদাবস গ্রামের শিশু বিকাশ কেন্দ্র, নারী দল পরিদর্শন করেন। এ সময় তারা শিশু ফোরাম ও শিশু সাংবাদিক দল এর কার্যক্রমসমূহ পরিদর্শন করেন। সকল কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা সকল প্রকার উন্নয়নমূলক কাজের প্রশংসা সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং ফুলবাড়ী উপজেলায় সকল উন্নয়ন কর্মসূচিতে একশনএইড বাংলাদেশ এর সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।