ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

 মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
মার্চ ৯, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ । ১৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে”র আওতায় আঁশ পাট উৎপাদনকারী প্রকল্পভূক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদপ্তর চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের অনুষ্ঠান আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে পাট চাষীদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশা,  সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক,নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলী, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বেনজীর আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।
উপজেলা পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় আঁশ পাট উৎপাদনকারী প্রকল্পভুক্ত তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হবে।