ঢাকাশুক্রবার , ২০ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ২০, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ । ৫১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া ভূঁইয়া, ফেনী :–

ফেনী শহরের নাজির রোডে  মোঃ সোহেল(৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা করেছে তার স্ত্রী।গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নাজির রোডের চৌধুরী সুলতানা ভবনের ৬ষ্ঠ তলার বাসায় এ ঘটনা ঘটে।নিহত মো. সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী খাটরা এলাকায়।ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে। 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার (স্ত্রী) বাবা মারা গেছেন বলে জানান দারোয়ানকে।
ফাহাদ জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের একটি ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
পুলিশ শুক্রবার  ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মনির হোসেন।