জাকারিয়া ভূঁইয়া, ফেনী প্রতিনিধি :-
ফেনী জেনারেল হাডপাতালে কোভিড-১৯ রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতকল্পে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ও লিকুইড অক্সিজেন ট্যাংক এর শুভ উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী। রবিবার (০৮ আগষ্ট) দুপুরে ফেনী জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় নিজাম হাজারী উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১-তম জন্মবার্ষিকী উপলক্ষে অক্সিজেন লিকুইড ট্যাংকটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামে উৎসর্গ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান, চট্রগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়া,ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, সিভিল সার্জন ডাঃ রফিক উস সালেহীন,সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ স্বাস্থ্য ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।