ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি পরিস্কার করার মধ্য দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কাযর্ক্রম শুরু

Admin
আগস্ট ৬, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ । ৬১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :-

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়ী পরিস্কার করার মধ্য দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কাযর্ক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন।

আজ শুক্রবার (০৬ আগস্ট) বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের ২০ সদস্যের একটি দল বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ীর আঙ্গিনাসহ চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন করেন। এ সময় তারা ময়লা আবর্জনা তুলে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেন।

এছাড়া তারা ডেঙ্গু প্রতিরোধ করতে কোথাও পানি জমে রয়েছে কি না তা খুঁজে দেখে ও পরিস্কার করে। এর আগে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিনের জেলা সমন্বয়ক সুজন দাস।

বিডি ক্লিনের গোপালগঞ্জ জেলা সমন্বয়ক সুজন দাস বলেন, জেলা শহর পরিস্কার পরিচ্ছন্ন ও ডেঙ্গুর প্রভাব থেকে শহরবাসীকে রক্ষা করতে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ী পরিস্কার পরিচ্ছন্ন করে এ কাযর্ক্রম শুরু করা হলো। আগামীতেও তাদের এ কাযর্ক্রম অব্যাহত থাকবে।