বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি :-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান সমিতির প্রধান শিক্ষকরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সভাপতি মো: বদরুল আলম, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ লেলিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।