ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার বেতাগীতে জেলা প্রশাসকের গণটিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ও বুথ পরিদর্শন

Admin
আগস্ট ৭, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ । ৬৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খাইরুল ইসলাম মুন্না, (বেতাগী বরগুনা প্রতিনিধি):-

বরগুনার বেতাগীতে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলার একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ২৪টি বুথে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মোট ৪ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়।

শনিবার (৭ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কদভানু মেমোরিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গণটিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিব্রু রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ সচিব) মো: সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, সহকারী কমিশনার (ভুমি) ফারহানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবীন্দ্রনাথ সরকার, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: দেলোয়ার হোসেন, কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন। পরে জেলা প্রশাসক উপজেলার বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদ কার্যালয় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।