ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার বেতাগীতে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে বাস খা‌দে আহত ৬

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ৭, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ । ৪৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী(বরগুনা) :-

বরগুনা-বেতাগী আঞ্চ‌লিক সড়‌কে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে বাস উ‌ল্টে খা‌দে প‌ড়ে ৬ জ‌নের আহত হওয়ার সংবাদ পাওয়া গে‌ছে।

জানা গে‌ছে, বরগুনা থে‌কে বেতাগীগামী হাওলাদার প‌রিবহনে বিকাল ৪ টায় মোকা‌মিয়া-‌শে‌রে বাংলার মধ‌্যবর্তী স্থা‌নে এ ঘটনা ঘ‌টে।

ঐ বাসে থাকা যাত্রী বরগুনা সদর উপ‌জেলার গুইলসাখালী গ্রামের বা‌সিন্দা আব্দুল কুদ্দুস জানান, তি‌নি স্বস্ত্রীক বেতাগীর উ‌দ্দে‌শ্যে যা‌চ্ছিলেন। মোকা‌মিয়া স্টেশন পার হ‌য়ে অ‌তি‌রিক্ত গ‌তি‌তে বাস চালা‌চ্ছিলেন ড্রাইভার, হঠাৎ করে ‌নিয়ন্ত্রন হা‌রি‌য়ে বাস উ‌ল্টে রাস্তার পা‌শে খা‌দে প‌ড়ে। বা‌সে নারী শিশু সহ প্রায় ১৫ থে‌কে ১৬ জন যাত্রী ছি‌লো। সবাই কম‌বেশী আহত হ‌য়ে‌ছে, এরম‌ধ্যে ৬ জন গুরুতর জখম হয়। ৩ জন বেতাগী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌চ্ছেন বা‌কি ৩ জন স্থানীয় ফা‌র্মেসী থে‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা গ্রহন ক‌রেন।

ঘটনার খবর পে‌য়ে তাৎক্ষ‌নিকভা‌বে বেতাগী ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্সে ও স্থানীয়‌দের সহ‌যোগীতায় যাত্রী‌দের উদ্ধার কর‌া হয়।