মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী, বরগুনা :-
বেতাগী পৌরসভার ১নং প্যানেলমেয়র মোঃমাসুদুর রহমান খান প্রতিপক্ষের হাতে গুরুতর আহত হয়।তারআপন বড় বোনের প্রতিবেশী মোসাঃ আসমাবেগম(৩০) স্বামী মোঃদুলাল, সাংঃ৫নং ওয়ার্ড, বেতাগী পৌরসভা এর সাথে জমির সীমানা নিয়ে আগেই বিরোধ চলছিল। ঘটনার দিন০২/০৯/২০২১ইং তারিখ সকাল আনুমানিক ৯ঃ০০ঘটিকার সময় মোসাঃ আসমা বেগম সহ প্যানেল মেয়রের বোনের ভোগদখলীয় জমির টিনের বেড়া পিটিয়ে ভেঙে ফেলে এতে তার দশ হাজার টাকার ক্ষতি সাধন হয়।এতেও প্রতিপক্ষের লোকজন ক্ষান্ত না হয়ে আশালিন ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকিপ্রদান করে আসামীরা।এই সংবাদ পেয়ে প্যানেল মেয়র তার বড় বোনের বাসায় ছুটে আসে এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা প্যানেল মেয়রের উপর ধারালো দেশীয় অস্ত্র দা,লোহার রড,শক্ত লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে এতে তার আপন বড় বোনকে লোহার রড দিয়ে মেরে ফেলার উদ্দেশ্য মাথায় আঘাত করে এবং ১নং প্যানেল মেয়রকেও মেরে ফেলার উদ্দেশ্য মাথায় আঘাত করে।নিজেকে প্রতিপক্ষের হাতে থেকে বাচাঁনোর জন্য হাত দিয়ে ফেরানোর বৃথা চেষ্টা করে কিন্তু হাত এবং মাথা উভয়ই ফেটে রক্তাক্ত হন প্যানেল মেয়র মোঃমাসুদুর রহমান ও তার বড় বোন মোসাঃঅনু বেগম। এ সময় র্দূবৃত্তরা মোসাঃ অনু বেগমের গলায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন যাহার বাজার মূল্য ৭০,০০০/সত্তুর হাজার টাকা নিয়ে যায় র্দূবৃত্তরা। এ সময় তাদের ডাক চিৎকার শুনে লোকজন ছুটে আসে এবং যাবার সময় র্দূবৃত্তরা বলে যায় যে সুযোগ পাইলে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।খবর পেয়ে বেতাগী থানা ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপু ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে পাঁচজন আসামীকে ধরতে সক্ষম হয়েছে। আসামীরা বর্তমানে বেতাগী থানা হেফাজতে আছে। আসামীরা হলো ১)মোসাঃ আসমা বেগম(৩০) ২)মোসাঃরিনা বেগম (৪০) ৩)মোসাঃশেফালী বেগম (৫৫) ৪)মোঃ এনামুল (১৯) এ ছাড়াও অজ্ঞাত আরও চার/পাঁচ জন।এখানে ১নং আসামী মোসাঃআসমা বেগম ছাড়া বাকী সবার বাড়ি বেতাগী পৌরসভার বাহিরের লোক জন।
স্থানীয় কয়েক জন নাম না বলার শর্তে বলেন যে,আসমা বেগম আগে থেকেই সবাইকে এনে তার বাসায় আশ্রয় দিয়ে রেখেছিল। মোসাঃ আসমা বেগম পৌর এলাকায় আরও অনেক ঝামেলার সৃষ্টি করে। সেই সকল জমি জমার এখনও কোন মিমাংসা হয়নি। ১নং প্যানেল মেয়র মোঃ মাসুদুর রহমান খান বলেন যে বড় বোনের অবস্থা খারাপ তার সুচিকিৎসা ও তার নিজের চিকিৎসার জন্