ঢাকাশুক্রবার , ১৩ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার বেতাগীতে মাদক ও অনলাইন আসক্তদের খেলাধূলায় আগ্রহে যুব রেডক্রিসেন্টের প্রীতি ম্যাচ

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ১৩, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ । ৫৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা প্রতিনিধি ঃ-

বরগুনার বেতাগীতে যুব রেডক্রিসেন্টের সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল সাড়ে চার টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব রেডক্রিসেন্ট সিনিয়র বনাম জুনিয়র একাদশের মধ্যে ২-২ গোলে ড্র হয়ে উৎসবের আমেজে এ খেলা অনুষ্ঠিত হয়।

করোনা প্রতিরোধে গৃহবন্দি যাপনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপকভাবে ক্ষতিতে পড়ায় , তরুণ প্রজন্ম কে বেশি বেশি খেলাধূলার জড়ানোর লক্ষ্যে এমন আয়োজনের উদ্বোধন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি র বরগুনা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ গোলাম কিবরিয়া পিন্টু।

এতে প্রধান অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, যুব রেডক্রিসেন্ট বরগুনা জেলা ইউনিটের যুব প্রধান মোঃ মেহেদী হাসান মুসা, বেতাগী উপজেলা শাখা উপদেষ্টা মোঃ রেজাউল কবির জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ইউনিটের উপ যুব প্রধান মোসাঃ সারমিন আক্তার, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মোঃ শফিকুল ইসলাম শাওন, পাথরঘাটা উপজেলা শাখার দলনেতা মোঃ হিরা, আমতলী উপজেলা শাখার দলনেতা মোঃ আল ইমরান,বামনা উপজেলা শাখার দলনেতা মোঃ হাসিবুর রহমান, বেতাগী উপজেলা শাখার দলনেতা অলি আহমেদ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

মাদকাসক্ত ও অনলাইন গেমসে আসক্ত তরুণদের খেলাধূলায় মনোযোগী করতে যুব রেডক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার প্রীতি খেলায় অংশ গ্রহণ করেছে বরগুনা, পাথরঘাটা, আমতলী, বামনা ও বেতাগীর যুব রেডক্রিসেন্টের সদস্যরা।