ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার বেতাগীতে সম্প্রীতি রক্ষায় ইসলামী আন্দোলনের পরামর্শ সভা

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ২০, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ । ৪৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনার বেতাগী :-

বেতাগীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে শূরা অধিবেশন (পরামর্শ সভা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ৩ টায় শেষ হয়। বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামিনুল ইসলাম। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুনিরুজ্জামান নুরানীর সঞ্চালনায় শেষে দোয়ামুনাজাত পরিচালনা করেন, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ নজমুল হুদা। অধিবেশনে শিক্ষক ফোরাম, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের মোট ৫১ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, দেশে আমরা যারা সংখ্যা গরিষ্ঠ তাদের কাছে সংখ্যালঘুরা আমানত স্বরুপ। ইসলাম এমনই শিক্ষা দেয়। তাই দেশের সকলকে সম্প্রীতি রক্ষা ও মুসলিম উম্মার ঐক্য এবং শান্তি বজায় রেখে কাজ করতে হবে।