মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা
বরগুনার পাথরঘাটা থেকে জাল টাকা ও টাকা ছাপানোর মেশিনসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, মামুন (২৩) ও তার মা মিনারা বেগম (৩৮)।
পাথরঘাটা ও বামনা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা বিকেলে বামনার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের একটি দোকানে চা বিস্কুট খেয়ে ১ হাজার টাকার একটি জাল নোট দেয় মামুন। দোকানদার তাকে আটকিয়ে রেখে বামনা থানায় খবর দেয়।
পরে পুলিশ এসে মামুনকে জিজ্ঞাসাবাদ করলে তার মামার বাড়িতে জাল টাকার মেশিন থাকার কথা স্বীকার করে।
বামনা ও পাথরঘাটা পুলিশ মামুনকে নিয়ে তার মামা পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা গ্রামে আবদুল খালেক খলিফার বাড়ি যায়। সেখান থেকে টাকা ছাপানোর মেশিন ও আরও ২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে মামুনের মা মিনারাকে গ্রেফতার করা হয়।
পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়