এইচ আর সুমন |
আগামী ৪ই ফেব্রুয়ারি বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ভোলা জেলা বিএনপি প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে।
মঙ্গলবার ৩১শে জানুয়ারি সকালে ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিশেষ অতিথি বিএনপি’র নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, এছাড়া অন্যান্যদের মধ্যেও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফসহ ভোলা জেলার সকল উপজেলা ও পৌর শাখার বিএনপি’র সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দরা। বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা আরো বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে। তারা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসে উন্নয়নের নামে দেশ ও দেশের সম্পদ লুটের মহোৎসবে মেতেছে। দেশের মানুষ আজ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে না পেরে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের অধিকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার লক্ষে বিএনপির এ আন্দোলন-সংগ্রাম। প্রস্তুতি মূলক সভা শেষে সদ্য কারা মুক্তি ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ ও তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হাওলাদার কে ফুলের মালা দিয়ে বরণ করেন।