ঢাকারবিবার , ৫ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআর ডিবি সুন্দরগন্জ উপজেলার শাখার চেয়ারম্যান হলেন জাহাঙ্গীর আলম

Rahim
ডিসেম্বর ৫, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ । ৬৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃআসাদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম।

গতকাল রোববার দুপুরে নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এর আগের মেয়াদেও তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এনিয়ে তিনি মোট তিনবার চেয়ারম্যান নির্বাচিত হলেন। জাহাঙ্গীর উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের মৃত সোলেমান ব্যাপারীর ছেলে ও নাচনী ঘগোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে ৫ ডিসেম্বর ভোট গ্রহণের দিন নির্বাচন কমিটি সভাপতি পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান হিসাবে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন মর্মে ফলাফল ঘোষণা করেন।