মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জসিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শাহপরান সিয়ামকে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩ এ রংপুর বিভাগীয় পর্যায়ে “ক” গ্রুপ বালক -এ লং জাম ইভেন্টে প্রথম স্থান অধিকার করায় সফলতার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ হল রুমে শাহপরান সিয়ামকে সংবর্ধনা ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপজেলার সম্মান বয়ে আনায় বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সহ সহ-সভাপতি ওয়াহেদ আলী, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান সিয়ামকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। সিয়াম উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের হোসেন আলী ও সাহেরা দম্পতির ছেলে। সিয়ামের এই সাফল্যে খুশি সিয়ামের মা-বাবা, শিক্ষক ও উপজেলাবাসী। এ সময় তারা সিয়ামের সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। যাতে সিয়াম জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করতে পারে। পরে সিয়ামের সফলতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।