ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে অনলাইন চ্যানেল এসকে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো আয়োজন উদযাপন

বেতাগী বরগুনা প্রতিনিধি |
মার্চ ১৫, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ । ৩৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী বরগুনা প্রতিনিধি |

চতুর্থ বর্ষে পা রাখলো তৃতীয় প্রজন্মের প্রযুক্তিনির্ভর জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল এসকে টিভি নিউজ। তিন বছরের পথচলায় বস্তনিষ্ঠ প্রতিবেদন আর মানসম্মত অনুষ্ঠান প্রচার করে এরই মধ্যে দর্শক-হৃদয়ে ঠাঁঁই করে নিয়েছে দেশের উপকলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার প্রথম অনলাইন টিভি চ্যানেল ‘এসকে টিভি’।

মঙ্গলবার ছিল এসকে টিভির শুভ জন্মদিন। এ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৪র্থ বর্ষপূর্তি। সন্ধ্যা ৭ টায় বেতাগী উপজেলা পরিষদ অডিটরিয়ামে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই এসকে টিভির প্রধান সম্পাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি, বিশেষ অতিথিবন্দৃ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ এবিএম গোলাম কবির।

প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক লায়ন মো. শামীম সিকদারের সভাপতিত্বে বেতাগী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারমান মো: আমিরুল ইসলাম পিন্টু , মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বরগুনা জেলা পরিষদের সদস্য বাবুল আক্তার, শিমু আক্তার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন।

এসকে টিভির প্রধান প্রতিবেদক খাইরুল ইসলাম মুন্নার পরিচালনায় কেককাটা, আলোচনা, আনন্দ আড্ডা, পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, খাইরুল ইসলাম বিশ্বাস, সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মি এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও শিক্ষায় বীর মুক্তিযোদ্ধা এমএ মান্নান মৃধাকে মরনোত্তর ও সমাজ উন্নয়নে কাজিরাবাদ উন্নয়ন সংস্থার মাঝে পদক বিতরন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩ বছর পথ চলা শেষ করে অত্যন্ত সাফল্যের সাথে এসকে টিভি অনুসন্ধানীমূলক, বিশ্লেষনধর্মী, বিষয় ভিত্তিক, ব্যতিক্রমধর্মী বিনোদনমুলক অনুষ্ঠান ও প্রতিবেদন পরিবেশন করে আসছে। আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।