ঢাকাশনিবার , ২৭ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে ইডা’র সাধারণ সভা অনু‌ষ্ঠিত

Rahim
নভেম্বর ২৭, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ । ৫১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী প্রতিনিধিঃ-

বরগুনার বেতাগীতে এন্টা‌প্রেনারস ডে‌ভেলপ‌মেন্ট অ্যাসো‌সি‌য়েশন (ইডা) র সাধারণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

শুক্রবার, ২৬ ন‌ভেম্বর সকাল ৯:৩০ ঘ‌টিকায় এ,কে স্কু‌ল মিলনায়ত‌নে ইডা`র সভাপ‌তি রেজাউল ক‌বির জু‌য়েল এর সভাপ‌তি‌ত্বে সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়। এ‌তে বক্তব‌্য রা‌খেন উপ‌দেষ্টা সাইদুল ইসলাম মন্টু, এ,কে স্কু‌লের প্রতিষ্ঠাতা আবদুল হাই।

অর্থ বিষয়ক সম্পাদক মিঠুন দে এর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন সাধারণ সম্পাদক অ‌লি আহ‌মেদ, দিক‌নি‌র্দেশণামূলক বক্তব‌্য রাখেন সংগঠ‌নের সহ-সভাপ‌তি হিরনময় সমদ্দার।

এসময় সাধারণ প‌রিষ‌দের সকল সদস‌্য‌দের উপস্থিতি‌তে আগামী এক বছ‌রের কর্মপ‌রিকল্পনা গৃহীত হয়।