ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে এক ঘন্টার উপজেলা চেয়ারম্যান বেহেস্তী

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১২, ২০২১ ১০:২১ অপরাহ্ণ । ৪৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা :-

এক ঘণ্টার জন্য বরগুনার বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই এসএসসি পরীক্ষার্থী ও এনসিটিএফ’র সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেহেস্তী উপজেলাকে শিশুর জন্য সুরক্ষিত রাখা, বাল্যবিয়ে প্রতিরোধে শিশু, যুব এবং এলাকার সর্বস্তরের নাগরিকদের সমন্বিত উদ্যোগ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একতাবদ্ধ থাকা, ইভটিজিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিশুদের বিনোদনের জন্য পৌর এলাকায় শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং একটি করে শিশু সুরক্ষা দল গঠন করার আহ্বান জানান।
সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা দায়িত্ব পালন করা উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বেহেস্তী মনে করেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জানালেন নিজের আরও অনেক স্বপ্নের কথাও। পরে এক মুক্ত আলোচনায় এই উপজেলা চেয়ারম্যানের দিক-নির্দেশনায় করণীয় তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার প্রনিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একজন শিশু চেয়ারম্যানকে কাছে পেয়ে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।


উপজেলা পরিষদ মিলনায়তনে বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাকসুদুর রহমান ফোরকান’র কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েই কাজ শুরু করেন বেহেস্তেী। এ সময় অন্য অনেক প্রস্তাবনার পাশাপাশি নারীর ক্ষমতায়ন, শিশুদের অধিকার বাস্তবায়নে নানা প্রস্তাব আনেন তিনি। শিশু-কিশোরদের জন্য ইকোপার্ক এবং ইকোপার্কে শিশু নিরাপত্তার কথা বলেন। এক ঘণ্টার নির্ধারিত সময় শেষে ফের চেয়ারে আসীন হন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাকসুদুর রহমান ফোরকান। তিনি এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান বেহেস্তীর সব প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য পরিবার এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।
উপজেলা এসসিটিএফ’র সভাপতি তানজীলা জামান শিফা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম মুন্না’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসনা মো. সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বেতাগী প্রেসক্লাবের সাইদুল ইসলাম মন্টু, বেতাগী প্রেসক্লাবের সদস্য সচিব লায়ন মো. শামীম সিকদার, বেতাগী ধানার উপ পরিদর্শক মো: আফজাল হোসেন, উপজেলা যুব রেডক্রিসেন্টের দলনেতা মো. অলি আহমেদ, সিবিডিপির ওয়াই মুভস্ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোহম্মদ মেজবাহ উদ্দিন। এছাড়াও প্রকল্পের ইয়ূথ ভলান্টিয়ার সোহাগ খান।
‘শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে বরগুনার বেসরকারি সংস্থা সিবিডিপি। সেখানেই এসএসসি পরীক্ষার্থী ও এনসিটিএফ’র সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেহেস্তীকে এক ঘণ্টার জন্য বেতাগী উপজেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান করা হয়।