মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী,বরগুনা
বরগুনার বেতাগীতে এডিপি অর্থায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় ৭টি ইউনিয়ন পরিষদে কৃষি যন্ত্রপাতি রিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। ইউএনও মো: সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। এ সমেয় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ খানম, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহীদুর রহমনা, উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য অফিসার মো: কামাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান মো: নওয়াব হোসেন, ইউপি চেয়ারম্যান মো: হুমায়ূন কবির, ইউপি চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান, ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাদিছুর রহমান পান্না, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ণ মো: শামীম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম ও মহসীন ফয়সাল অপু, উপজেলা যুবলীগ সভাপতি মো: জহিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান জুয়েল রানা ও সাংগঠনিক সম্পাদক মো: রুবলে সিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন বিশ^াস ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিশ^জিৎ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ। পরে প্রধান অতিথি সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ২৬ লক্ষ টাকা ব্যয়ে ৭টি পাওয়ার টিলার, ৭টি পাওয়ার থ্রেসার ও ৭০টি স্প্রে মেশিন বিতরণ করেন।