ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে জাঁকজমক ভাবে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

Rahim
নভেম্বর ১১, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ । ৫৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃখাইরুল ইসলাম মুন্না, বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেতাগী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল এর নেতৃত্বে সকাল ছয় ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল আট ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১০ ঘটিকায় আনন্দ শোভাযাত্রা বের হয়ে বেতাগী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বেলা ১১ ঘটিকায় দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র এবিএম গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে কেক কাটা হয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ জামে মসজিদে বাদ আছর দোয়া অনুষ্ঠান করা হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন শুক্রবাররখাসকাচারী মাঠে বিকাল চার ঘটিকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।