ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

দৈনিক বাংলাদেশ জনপদ
নভেম্বর ৩, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ । ৪৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা), প্রতিনিধি :-

বেতাগীতে বরিশাল ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতাল পরিচালিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা যুব রেডক্রিসেন্ট ও এন্টারপ্রেনারস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন-ইডা‘র সহযোগিতায় বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে যুব রেডক্রিসেন্টের স্থানীয় দল নেতা অলি আহম্মেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সহ-সভাপতি মহসিন খান, সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, ইস্পাহানী চক্ষু চিকিৎসা সেবার ক্যাম্প অর্গানাইজার রতন কুমার ও ইডার অর্থ সম্পাদক মিঠুন দে, এনসিটিএফ‘র উপজেলা সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম মুন্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ২২০ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ২৫ জন চোখে ছানী পরা রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ও ৫ জনকে সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়।