মোঃ খাইরুল ইসলাম মুন্না,বরগুনা :-
২১ সেপ্টেম্বর ( বেলা ১১ টার দিকে বরগুনা জেলার বেতাগী উপজেলা এনসিটিএফ এর ৩ য় ধাপের স্কুল কমিটি গঠন করা হয়। আনুষ্ঠানিকভাবে বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজএ কমিটি ঘোষণা করা হয়।
বেতাগী উপজেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না কে প্রধান নির্বাচন কমিশন দিয়ে বিদ্যালয়ের গণতান্ত্রিক পন্থায় নির্বাচন এর মাধ্যমে কমিটি গঠন করা হয় উক্ত কমিটি আগামী ছয় মাসেরর জন্য অত্র ইস্কুলের দায়িত্ব পালন করবেন।
বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ ৬ মাস এর নবনির্বাচিত কমিটি
সভাপতি – আইভি রহমান
সহ-সভাপতি -আবু তাহের রাতুল
সাধারণ সম্পাদক – মেহেদী হাসান
সাংগঠনিক সম্পাদক -আরাফাত
এসময় উপস্থিত ছিলেন বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ এর এসিস্টেন হেট মাস্টার, মোঃফেরদাউস হাওলাদার, সহকারি শিক্ষক ওয়াদুদ হাওলাদার, বেতাগী উপজেলা এনসিটিএফ এর সভাপতি তানজিলা জামান শিফা, জান্নাতুল ফেরদাউস বেহেস্তী,রুহুল আল জাবের উদয়, ইসরাত জাহান লিমা, সুমি আক্তার,সালমান সিদ্দীকি, বৃষ্টি আক্তার, সামান্তা জান্নাত সুমি,আমেনা আয়মান।