মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী বরগুনা প্রতিনিধি :-
বেতাগীতে লকডাউন শিথিল হওয়ায় জনসাধারণের স্বাস্থ্য বিধি মানার গরজ নাই, তেমন। মাস্ক পরার প্রতিও নেই কোন আগ্রহ। হাট-বাজারে উৎসবের আমেজে চায়ের দোকানে আড্ডায় উপেক্ষিত শারীরিক দুরত্ব। পৌর শহরের প্রধান সড়ক ও অলি-গলিতে তাকালে মনে হবে, মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে আসার পূর্ব সময় পাড় করছি।
বেতাগী পৌর শহরের বাহিরে, ইউনিয়নের হাট-বাজার ও পাড়া-মহল্লায় জনসমাগম রোধে লকডাউন, কঠোর লকডাউন কিংবা শাটডাইনের তেমন প্রভাব পরেনি। গ্রাম অঞ্চলের বাসিন্দারা করোনা সংক্রমণের খবর না রাখলেও প্রতিদিন কতজন মৃত্যু বরণ করছে তার হিসাব ঠিকই করছে। এ উপজেলায় করোনার ছোবলে প্রতিদিন গড়ে ২/১ জন করে প্রাণ হারাচ্ছে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ রবীন্দ্রনাথ সরকার জানান, এ হাসপাতালে দৈনিক এত পরিমাণ রোগী করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে,তাদের সেবা দিতে ডাক্তার নার্সরা হিমসিম খাচ্ছি। সচেতনতার কোন বিকল্প নাই।