ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে শিক্ষক দিবসে শোভাযাত্র ও আলোচনা সভা

বেতাগী (রবগুনা) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ । ১১৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (রবগুনা) প্রতিনিধি |

বরগুনার বেতাগীতে শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমাদুল হক শাহীন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান খান, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আহমেদ ও বেতাগী ছালেহীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল মোতালেব। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, চান্দখালী ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলুর রহমান, বেতাগী টেকনিক্যাল কলেজের প্রভাষক ও বরিশাল বিভাগীয় পর্যাায়ের শ্রেষ্ঠ শিক্ষক লায়ন মো. শামীম সিকদার. বিবিচিনি দেশান্তরকাঠি দাখিল মাদ্রাসার সুপার মাও. নুরুল ইসলাম, দেশান্তরকাঠি ফুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইলিয়াচ আহমেদ ও বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বরিশাল বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক সেলিনা আক্তার। পবিত্র কোরআর তেলোয়াত করেন কাজিরাবাদ দাখিল মাদ্রাসার সুপার মো, মনিরুজ্জান ও পবিত্র গীতা পাঠ করেন পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার ঢালী।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসে শেষ হয়। এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনসিসি, যুব রেডক্রিসেন্ট ও রোভার স্কাউট ও স্কাউটের সদস্যবৃন্দ।