ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে সিআইপিআরবি’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ৩০, ২০২১ ২:১০ অপরাহ্ণ । ৩৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা :-

বরগুনা জেলার বেতাগীতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিচার্স, বাংলাদেশ (সিআইপিআরবি) র আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ভাসা প্রজেক্টের এড়িয়া কো-অর্ডিনেটর মো মোতাহার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাইদুল ইসলাম মন্টু,সভাপতি বেতাগী প্রেসক্লাব

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম সিদ্দীকি,সাবেক সভাপতি, বেতাগী প্রেসক্লাব,লায়ন শামিম সিকদার, সাধারন সম্পাদক বেতাগী প্রেসক্লাব,আকন্দ শফিকুল ইসলাম,স্বপন কুমাড় ঢালি,মহসিন খান,শাহাদাত হোসেন ইরান,অলি আহমেদ, মো সুজন প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ
।সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় হেড অফিস থেকে ভার্চুয়ালে অংশগ্রহন করেন সেকান্দার আলী,সুইমসেইফ স্পেশালিস্ট প্রোজেক্ট ভাসা,রেহানা পারভীন, ইসিডি স্পেশালিস্ট, প্রোজেক্ট ভাসা,জুলিয়েট রোসিটি,পোলিসি এন্ড পার্টনারশিপ ম্যানেজার, প্রোজেক্ট ভাসা,নাহিদা দিপা,কমিউনিকেশন ম্যানেজার,প্রোজেক্ট ভাসা,ফারুক আহেমদ, ইন্টারভেশন ম্যানেজার প্রোজেক্ট ভাসা।
সাংবাদিকদেরএক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, সিআইপিআরবি ২০১৭ সাল থেকে পানিতে ডুবা প্রতিরোধে শিশু দিবাযত্ন কেন্দ্র ( আচঁল), নিরাপদ সাঁতার শিক্ষা, নিরাপদ স্কুল কার্যক্রম ও প্রাথমিক সেবা প্রদান প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি মহামারী করোনার সংক্রমনের পর থেকে করোনা প্রতিরোধে সফলভাবে কাজ করছে। এর ফলে করোনা সংক্রমণরোধে সরকারি বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেও সহায়ক ভুমিকা পালন করছে।
এছাড়াও এম.এম.এস ও ভয়েস কল ক্যাম্পিং এর মাধ্যমে আচঁল শিশুদের অভিভাবক, সমাজপতি, জন প্রতিনিধিসহ, গ্রাম ভিত্তিক ইনজুরি প্রতিরোধ কমিটির সদস্য, সিআইপিআরবি কর্মকর্তা ও কর্মচারীরা সচেতনতা বার্তা প্রদানের মাধ্যমে নিজেদের মাঝে সচেতনতবোধ তৈরির সাথে সাথে করোনা ভাইরাস সম্পর্কে কমিউনিটি ভিত্তিক সচেতন করছে।
সিআইপিআরবি‘র স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার পরেও সিআইপিআরবি করোনা কালীন দুর্যোগ বিবেচনায় এলাকাভিত্তিক ৩০০ শত বেতনভূক্ত সেচ্ছাসেবকদের সম্মানী প্রদান অব্যহত রেখে মানুষের চরম সংকটকালীন সময়ে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও অবদান রাখছে। যার ফলে সেচ্ছাসেবকদের পরিবারগুলোতে স্বচ্ছলতা ফিরে এসেছে।

সাংবািদক মতবিনিময় কালে সিআইপিআরবি‘র আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মোতাহের হোসাইন বলেন, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম বন্ধ থাকার পরেও করোনা প্রতিরোধে স্থানীয় মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্বির লক্ষে কাজ চালিয়ে গেছে, তাছাড়া আমাদের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেকটা কমেছে, কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌছানোর জন্য স্থানীয় সাংবািদকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

error: Content is protected !!