মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনাঃ-
বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ব্লাড ফাউন্ডেশন -সিবিএফ পরিবারের ৫৫৫ ব্যাগ রক্তদান উপলক্ষে সংগঠন, স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের সংর্বধনা দেয়া হয়েছে।
শনিবার (৬ নভেস্বর) দুপুর ২টায় কদভানু মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিবিএফ উপদেষ্টা নকিব নিজাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দখালী ব্লাড ফাউন্ডেশন-সিবিএফ’র উপদেষ্টা মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিবিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য ও মাই টিভির সিনিয়র রিপোটার সাইদুর রহমান আবির, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, সিবিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য প্রভাষক মিলন হাসান, ডিজিটাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন বরগুনা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হানিফ দোলন, সিবিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য প্রভাষক মৃণাল কান্তি হালদার, সিবিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য ইমরান হোসেন মামুন, সিবিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য রাসেল খান, সিনিয়র স্বেচ্ছাসেবী সচিব বিধান চন্দ্র সরকার। শেষে সংগঠন, স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের মধ্যে অতিথিরা ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের শতাধিক স্বেচ্ছাসেবীরা অংশ গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিবিএফ’র উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এ আর বাবু।