ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে নেয়ার দাবীতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ৩, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ । ৭৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :-

সমগ্র বাংলাদেশের সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে নেয়ার দাবীতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আজ শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরকারী বঙ্গবন্ধু কলেজের হল রুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহ মো: ওমর ফারুক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা বাংলাদেশের ৪’শ টি সরকারী কলেজ ও ৩টি সরকারী মাদ্রাসায় ৫ হাজারেরও বেশি বেসরকারী কর্মচারীরা কর্মরত রয়েছে। কেউ ২৫ বছর আবার কেউ ১৫ বছর ধরে চাকুরী করছে। কিন্তু তাদের মাসির বেতন মাত্র ৩ হাজার থেকে ৭ হাজার টাকা। এত অল্প টাকায় জীবন ধারনসহ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরো বলেন, সরকারী কলেজ ও মাদ্রাসা পরিচালনাকারী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিপ্তর কর্তৃপক্ষ ২০১৩ সালে জনবল নিয়োগের দেয়। কিন্তু সে বিজ্ঞপ্তিতে বেসরকারী কর্মচারীদের কোন অগ্রাধিকার দেয়া হয়নি। মাউশি কর্তৃপক্ষ ২০২০ সালে আবারো জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে মাহমান্য সুপ্রীম কোর্টের নির্দেশনা মানা হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সরকারী কলেজেগুলোতে মাত্র ৫ ভাগ লোক সরকারীভাবে কর্মরত আছে। বাকী ৯৫ ভাগ লোক বেসরকারী ভাবে কর্মরত রয়েছে। করোনাকালীন সময় মাসিক বেতন ভাত কমে যাওয়ায় এখন মাত্র ১৫’শ থেকে ৩ হাজার টাকা পাচ্ছে। বিভিন্ন সময়ে আন্দোলন করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আগ্রাধিকারের ভিত্তিতে এসব বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।

সরকারী কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দুলাল সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা বেল্লাল হোসেন, মহিলা সম্পাদিকা অঞ্জনা রায় তাদের দাবীর যৌতিকতা তুলে ধরেন।

এ সংবাদ সম্মেলনে নারায়নগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন কলেজের বেসরকারী কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।