ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে আচরন বিধি লঙ্গন করে পক্ষিয়া ইউপি সংরক্ষিত মেম্বার প্রার্থী আরজু বেগমের গণসংযোগ

Rahim
নভেম্বর ৩০, ২০২১ ৯:০০ অপরাহ্ণ । ১০৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

আসন্ন ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বোরহানউদ্দিন উপজেলার ৭ টি ইউনিয়ন। নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন করে ভোলার বোরহানউদ্দিন পক্ষিয়া ইনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদ প্রার্থী আরজু বেগম প্রচার প্রচারণা চালাচ্ছেন। মঙ্গলবার রাতে ৭ নং ওয়ার্ডের নতুন বাজার চায়ের দোকানে গণসংযোগ করতে দেখা গেছে প্রার্থী আরজু বেগম ও তার স্বামী আব্দুল আলীসহ তার ছেলে ইকবালকে।
তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচনি আচরন বিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে তাদেরকে। ৬ ডিসেম্বর পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবে না প্রার্থীরা। পক্ষিয়া ইউপি সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদ প্রার্থী আরজু বেগম জানান, মাহফিলে যাচ্ছি। পথে নেমে সবার সাথে একটু দেখা করছি। বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, প্রতিক বরাদ্ধের আগে কেহ প্রচার প্রচারণা চালাতে পারবে না। যদি কেহ নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালায় এমন অভিযোগ পেলে তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি সংযুক্ত –

বোরহানউদ্দিন প্রতিনিধি
তারিখ ৩০-১১-২১