ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে নুরুল কোরআন মডেল মাদরাসা শুভ উদ্বোধন 

এম এ অন্তর হাওলাদার |
জানুয়ারি ৪, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ । ৩৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ অন্তর হাওলাদার |

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ( ১নং ওয়ার্ড) হাওলাদার বাড়িতে নুরুল কোরআন মডেল মাদরাসা শুভ উদ্বোধন, সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।
গতকাল ৪ঠা জানুয়ারি রোজ বুধবার সকাল ৯ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ( ১ নং ওয়ার্ড) গ্যাস ফিল্ড রোড হাওলাদার বাড়িতে নুরুল কোরআন মডেল মাদরাসা শুভ উদ্বোধন, সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শান্তিপাড়া দারুল উলুম কাওমী মাদরাসা মুহতারিম মাওলানা মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ইউসুফ আসলামী আরবী প্রভাষক দারুছ ছুন্নাত মডেল মাদরাসা। তিনি বলেন, দ্বীনি শিক্ষা অর্জন করলে আপনার সন্তানের দুনিয়া আখিরাত উভয়ই কামিয়াব হবে। তাই আসুন আপনার কোমলমতি সন্তানকে মাদরাসা শিক্ষা গ্রহন করাই। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতী আলী আজগর, মুহতামিম জামিয়াতুছছুন্নাহ মাদরাসা লালমোহন। মাওলানা আবদুছ ছালাম মুহতামিম আয়শা সিদ্দিকা ( র)  মাদরাসা বোরহানউদ্দিন। মুফতী আবদুর রহিম, জামিয়াতুছ ছুন্নাহ মাদরাসা লালমোহন। কাচিয়া ( ১নং ওয়ার্ড)  ইউপি সদস্য মোঃ নিজাম উদ্দিন সিকদার। কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাসিবুল ইসলাম। ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদরাসা পরিচালক মাওলানা মোঃ নুরুল আলম।