মোঃ ঈমন হোসেন, ভোলাঃ-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে যৌতুকের দাবীতে শিমা আক্তার (২৫) কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত শিমা আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী বাবুলের সাথে ৬ বছর আগে বিবাহ হয়। তাদের ১ টি কন্যা ও ১ টি পুত্র সন্তান আছে। কিছু দিন ভালো কাটলেও যৌতুকের জন্য নির্যাতন চালাত তার স্বামী বাবুল। পরে তার বাবার বাড়ি থেকে ২ লক্ষ টাকা যৌতুক দেয় তার স্বামী বাবুলকে। বর্তমানে ১ লক্ষ টাকা যৌতুকের জন্য নির্যাতন চালায় তার স্বামীসহ স্বামীর পরিবার। যৌতুক দিতে অস্বিকার করায় বৃহস্পতিবার বিকালে তার স্বামী বাবুলসহ ভাসুর জসিম, দেবর শাহিন, ও শাশুড়ী নুরজাহান এবং শশুর সাজামল হক তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েকে নিয়ে ঝগড়া হয়েছে। তাই একটু মারামারি।