ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আহসান, সংবাদদাতা |
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ । ৩৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আহসান, সংবাদদাতা |

জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভোলার বোরহানউদ্দিন পৌর ১নং ওয়ার্ডের অবস্থিত ঐত্যহবাহী বোরহানউদ্দিন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন কিন্ডারগার্টেন এর মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাধক ও বোরহানউদ্দিন পৌরসভা মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদ,অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব কায়কোবাদ মিয়া,প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক মাকসুদুর রহমান আসাদ।
প্রধান অতিথি পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের শিশু কিশোর ও তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে। শিক্ষারমান আরো উন্নত করার আহ্বান জানান তিনি।এবং স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কোমলমতী শিক্ষার্থীরা দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন করে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য ছিল দৌড় ও পিলো পাসিং হাড়ি ভাংগা প্রভৃতি।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ গান কবিতা আবৃতি ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হয়।
পরবর্তীতে আগত অতিথি ছাত্রছাত্রী শিক্ষক অবিভাবকবৃন্দ মধ্যাহ্ন ভোজন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।